Mehendi Festival

প্রতিবছর ঈদ উল ফিতর এর আগের দিন ড্রইং স্কুল দিনাজপুর এর পক্ষ থেকে আনন্দময় মেহেদী উৎসবের আয়োজন করা হয়। পবিত্র ঈদুল ফিতর এর আগে এই মিলনমেলা বরাবরের মত হয়ে ওঠে সার্বজনীন। আমাদের নতুন,পুরাতন সকল শিক্ষার্থী ,তাদের পরিবার,আত্নীয়,বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা ধর্ম বর্ন নির্বিশেষে এই মেহেদী উৎসবে অংশ গ্রহণ করে থাকে। আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এই যে,এই উৎসবে আমাদের আমন্ত্রনে অনেক শিক্ষার্থীদের দাদী,নানী বা বাড়ীর বয়োজৈষ্ঠরাও মেহেদী পড়তে আসেন। সারাদিন শেষে রাত ১২ টা পর্যন্ত এই আনন্দ উৎসব চলতে থাকে। এটি পরিনত হয় একটা বৃহৎ মিলন মেলায়। প্রতি বছর প্রায় ৩০০ এরও অধিক আমন্ত্রিত অতিথি কে মেহেদী পড়িয়ে দেয় আমাদের ৩০ এরও অধিক শিল্পী। প্রতি বছর এর কলেবর বেড়েই চলেছে। ড্রইং স্কুল দিনাজপুর এ মেহেদী পড়ানোর জন্য কোন অর্থমূল্য নেয়া হয় না। এটি সার্বিক ভাবেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞ্যপণ। সকাল থেকে রাত পর্যন্ত সু-সৃস্খল ভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ড্রইং স্কুল দিনাজপুর এর নিবেদিত সহকর্মীদের আন্তরিক সহযোগিতা আর পরিশ্রমের বিনিময়ে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি ক্রমেই সকলের কাছে আরও অনেক গ্রহণযোগ্য হয়ে উঠছে।