Art Festival

ড্রইং স্কুল দিনাজপুর এর ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ৪ দিন ব্যাপী শিল্প উৎসব।

ড্রইং স্কুল দিনাজপুর এর উদ্যোগে এর ১০ বছর পূর্তিতে ৪ দিনব্যাপী শিল্প উৎসব।

১০ম বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরে ড্রইং স্কুলের উদ্যোগে ৪ দিনব্যাপী শিল্প উৎসব ও মেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সুন্দর ভবিষ্যতের জন্য শিল্পচর্চা শ্লোগান নিয়ে ২৫ ডিসেম্বর রবিবার সকালে দিনাজপুর শহরের পাটুয়াপাড়াস্থ্য ড্রইং স্কুলের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপরে ড্রইং স্কুল মাঠে শিল্প উৎসব ও মেলার উদ্বোধন করেন স্কুলের সভাপতি ও পরিচালক নাজমুস সাকেব রানা। এ সময় উপস্থিত ছিলেন শহর’ সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এবং প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক আফরোজা পারভীন ঝুমাসহ শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। সকাল ১০ থেকে ১২টা পর্যন্ত ড্রইং স্কুলের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা ও ১২টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়। র‍্যালী শেষে স্কুল ক্যাম্পাসের অডিটোরিয়ামে শুরু হয় শিশু এবং সকল বয়সী শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা ও শিল্প কর্ম প্রদর্শনী।

এ ছাড়াও ২৫ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী শিল্প উৎসব ২০২২ এ আয়োজন করা হয়েছিল বিজয়ী শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনিষ্ঠানসহ শিল্পপন্য বিপণন ও প্রদর্শনের জন্য ৮টি  স্টল। এই শিল্প উৎসব ও মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জনদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল । ৪ দিন ব্যাপী এই আয়োজনে প্রায় ৫০০০ এর অধিক শিল্পপ্রেমী দর্শক এর সমাগম হয়েছিল। দিনাজপুর সহরের ততথাকথিত পিছিয়ে পড়া জনপদে এই রকম শিল্প প্রদর্শনী ও উৎসব ইতিপূর্বে কখনও হয়নি বলে এলাকার বয়স্ক মানুষরা জানান।