“আমাদের সম্প্রিতি, আমাদের শক্তি” ড্রইং স্কুল দিনাজপুর সকল কর্মসূচি গ্রহণের প্রস্তুতি পর্যায়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তি সমন্বয়ে ঘড়োয়া মত বিনিময়ে সভার আয়োজন করে। প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ও এলাকার সন্মান বজায় রাখতে ড্রইং স্কুল এর পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়। অত্র এনায়েতপুর(পাটুয়াপাড়া) এলাকার পারস্পরিক সম্প্রিতি ও ঐতিহ্যবাহী সৌহার্দের ধারাবাহিকতা বজায় রাখতে উপস্থিত সকলেই পূর্নাঙ্গ সহযোগিতার আশ্বাস দেন।উপস্থিত সকলকে ড্রইং স্কুল দিনাজপুর এর পক্ষ থেকে সন্মান ও কৃতজ্ঞতা জানানো হয়।
ড্রইং স্কুল দিনাজপুর নিয়মিত স্থানীয় জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ সমন্বয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন,শৃংখলা ও নিরাপত্তা সম্পর্কিত আলোচনা সভার আয়োজন করে । সভায় উপস্থিত ছিলেন জনাব জুলফিকার আলি স্বপন, কাউন্সিলর ১নং ওয়ার্ড, জনাব আসরাফুজ্জামান বাবু,কাউন্সিলর ২নং ওয়ার্ড,জনাব নূর এ আলম সিদ্দিকী, প্রভাষক,,দিনাজপুর সরকারি মহিলা কলেজ,জনাব মোঃআবুল কালাম আজাদ দুলাল,প্রধান শিক্ষক ,ক্রিসেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়,জনাব মোঃ শামসুল ইসলাম,মোঃওলিউর রহমান হীমু ও নাজমুস সাকেব রানা ,নির্বাহী পরিচালক ,ড্রইং স্কুল দিনাজপুর।সভায় উপস্থিত সকলে তিল তিল করে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের সূনাম,শৃংখলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বরাবরের ন্যায় ড্রইং স্কুল দিনাজপুর এর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।