Apparel

একটি সম্পূর্ণ ফ্যাশন ও ডিজাইন হাউস

 “এ্যাপারেল” একটি সম্পূর্ণ ডিজাইন ও ফ্যাশন হাউস । এটি ড্রইং স্কুল দিনাজপুর এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। এ্যাপারেল এর কার্যক্রম এর মাধ্যমে ড্রইং স্কুল দিনাজপুর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত সম্ভাবনাময় যুব ও তরুণ তরুণীদের উৎপাদিত পন্যের প্রচার, প্রসার ও বিপননে সহযোগিতা করবে। প্রয়োজনে উৎপাদনে পূঁজী সহায়তা প্রদান করবে। হাতে তৈরি দেশজ মানসম্পন্ন পোশাক তৈরি ও সূলভ মূল্যে সকল শ্রেণীর মানুষের কাছে তা পৌঁছে দিতে এ্যাপারেল প্রতিশ্রুতি দিচ্ছে।

এই কর্মসূচী উদ্বোধন করেন খন্দকার রওনাকুল ইসলাম, উপ পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর। আরও উপস্থিত ছিলেন ডঃ আশিকা আকবর তৃষা,ডঃ সৈয়দ রেদোয়ান টিটো,মুস্তাফিজুর রহমান রূপম, মঞ্জরুল ইসলাম মঞ্জুর,নাহীদ সুলতানা, মোসাম্মত আফসানা, পম্পি সরকার সহ ড্রইং স্কুল দিনাজপুর এর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক বৃন্দ।

সকলের স্বতঃস্ফূর্ত সহোযোগিতা ও অংশ গ্রহনে উদ্বোধন অনূষ্ঠান টি প্রানবন্ত হয়ে উঠে।

সকলকে “এ্যাপারেল” এ স্বাগত জানাচ্ছি।