Colour Child

Under privileged children support program

সুবিধা বঞ্চিত শিশু ও তরুণীদের পাশে ড্রইং স্কুল দিনাজপুর

বর্তমানে শিক্ষার্থীদের জন্য চারুকলা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য। অনেক স্কুল চারুকলাকে এখন অন্যান্য বিষয়ের  মতোই সংযুক্ত করেছে। তবে শুরুতে অনেকেই পড়ালেখায় ভালো  করলেও চারুকলা বিষয়ে ভালো ফলাফল করতে পারে না। তখন আর্ট প্রশিক্ষণের মাধ্যমে তাদের  দক্ষতা বৃদ্ধি করতে হয়। তবে  আর্থিক অনটন বা অন্য কোন কারণে আর্ট প্রশিক্ষণের সুযোগ সূবিধা বঞ্চিত শিশুরা পায় না। মেধাকে বিকশিত করতে সাধারণত শিক্ষার্থীরা কোন আর্ট স্কুলে যায় কিন্তু সুবিধা বঞ্চিত শিশুদের এই সূযোগ হয় না। ড্রইং স্কুল দিনাজপুর এর প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই সূবিধা বঞ্চিত শিশুদের  আর্ট প্রশিক্ষণ, উপকরণ প্রদান ও  আগ্রহী তরূণীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।  ড্রইং স্কুল দিনাজপুর থেকে এ যাবৎ শতাধিক শিশু ও ৬৫ জন তরূনী এই প্রতিষ্ঠান থেকে আর্ট বিষয়ক প্রশিক্ষন গ্রহণ করেছে।যা এখনও চলমান রয়েছে। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত সুবিধা বঞ্চিত ব্যবসা শতাধিক শিশুদের বিনামূল্যে  প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ব্যবস্থা করেছে  ড্রইং স্কুল দিনাজপুর । 

“সুন্দর ভবিষ্যতের জন্য শিল্পচর্চা” এই স্লোগান কে সামনে রেখে  ২০১২ সালে ড্রইং স্কুল দিনাজপুর প্রতিষ্ঠার পর থেকে শিশু-কিশোরী তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। অনেক তরুণী এই স্কুলে প্রশিক্ষণ নেয়ার পর এখানেই কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। তারা অবসর সময়ে এখানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এখান থেকে প্রাপ্ত সম্মানী ভাতা দিয়ে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এ ছাড়াও এই প্রতিষ্ঠানে কর্মরত তরুনীদের চিকিৎসা, শিক্ষা ও ব্যক্তিগত সমস্যাতেও ড্রইং স্কুল দিনাজপুর সহায়তা করে আসছে।মানবিক বিপর্যয়ের এই সময়ে আর্ট চর্চার মাধ্যমে শিশু-কিশোরীরা তাদের মেধা বিকশিত করে সামনে এগিয়ে যেতে পারছে। ড্রইং স্কুল দিনাজপুর  শুধু আর্ট প্রশিক্ষনই নয় বরং একটি শিশুর মানসিক বিকাশ, ইতিবাচক আচরণ, ভাষা জ্ঞান, দায়ত্বিবোধসহ বিভিন্ন বিষয়ে তাদেরকে প্রশিক্ষিত করে তুলে এছাড়াও আর্ট প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

সুন্দর ভবিষ্যতের জন্য শিল্পচর্চার লক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে  ড্রইং স্কুল দিনাজপুর সবসময়ই পাশে আছে ও থাকবে।