Free Dental Camp

ড্রইং স্কুল দিনাজপুর,প্যাসিফিক ডেন্টাল সেন্টার ও পেপসোডেন্ট এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় “ফ্রি ডেন্টাল ক্যম্প”। এই স্বাস্থ্য কর্মসুচীর মাধ্যমে পাটুয়াপাড়া,এনায়েতপুর,রামনগর,লালবাগ,গবড়াপাড়া এলাকার প্রায় ১৬০০ মানুষ চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করে। এদের প্রত্যেক কে টুথপেষ্ট উপহার প্রদান করা হয়। 

এই সেবা ড্রইং স্কুল দিনাজপুর এর জনকল্যানমূলক কর্মকান্ডের একটি অংশ। 

এই ক্যাম্প সফল ভাবে বাস্তবায়নে সহায়তা করার জন্য ডা:মো: নুরুল ইসলাম সরকার ও তার টিম এবং পেপসোডেন্ট এর সকল সহযোগী কে ড্রইং স্কুল দিনাজপুর এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞ্যপন করছে।

Free Dental Camp 2025