Executive Committee Meeting

“ড্রইং স্কুল দিনাজপুর” এর নির্বাহী কমিটির সভা নিয়মিত অনুষ্ঠিত হয়।সন্মানিত নির্বাহী সদস্যদের প্রানবন্ত উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে সক্ল সভা অর্থবহ হয়ে উঠে। সভায় নতুন বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নে পরামর্শ ও মতামত প্রদান সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।

“ড্রইং স্কুল দিনাজপুর” 

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি

১।জনাব নাজমুস সাকেব রানা- সভাপতি ও পরিচালক, ড্রইং স্কুল দিনাজপুর ।

২।জনাব মুস্তাফিজুর রহমান রূপম-সহ সভাপতি.(নির্বাহী পরিচালক, ভাবনা মাদকাসক্ত নিরাময় ও পূণর্বাসন কেন্দ্র ও অর্থ পরিচালক, স্কুল অফ লিবারেটর্স দিনাজপুর)

৩।জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জুর-সাধারণ সম্পাদক, (স্বত্বাধিকারী,সিবাহ্ এন্টারপ্রাইজ ও প্রেসিডেন্ট রোটারি বাংলাদেশ ।বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক )

৪। জনাব মাইনুল ইসলাম- সহ:সাধারণ সম্পাদক,

(সহর সমাজসেবা অফিসার,দিনাজপুর)

৫।জনাব সর্দার কূদরত এ খুদা ডন- সাংগঠনিক সম্পাদক,(ভাইস প্রিন্সিপাল-কে বি এম কলেজ দিনাজপুর)

৬।আফরোজা পারভিন ঝূমা-অর্থ সম্পাদক ।

৭।জনাব ড:সৈয়দ রেদওয়ানুর রহমান টিটো-সাংস্কৃতিক সম্পাদক,(প্রিন্সিপাল, আদর্শ কলেজ দিনাজপুর)

৮।জনাব মো:সাইফুজ্জামান, তথ্য ও প্রচার সম্পাদক,(সহ:জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,দিনাজপুর)

৯।জনাব ড:আশিকা আকবর তৃষা-নির্বাহী সদস্য,(জেলা প্রানীসম্পদ কর্মকর্তা,দিনাজপুর)

১০।জনাব ডা: জিল্লুর রহমান সিদ্দিকী-নির্বাহী সদস্য,(অর্থপেডিক সার্জন ও স্পেসালিস্ট,আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর)

১১।জনাব ডা:নূ্রুল ইসলাম সরকার-নির্বাহী সদস্য,(ডেন্টাল সার্জন ও স্পেসালিস্ট, আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর)

১২।জনাব ড:আব্দুর রাজ্জাক-নির্বাহী সদস্য,(সহযোগী অধ্যাপক,অর্থনিতী বিভাগ,দিনাজপুর সরকারি কলেজ)

১৩।জনাব মামুন হাসান চৌধূরী-নির্বাহী সদস্য,

(যুব উন্নয়ন অফিসার, দিনাজপুর)

১৪। জনাব সাঈদ সালাম চৌধূরী- নির্বাহী সদস্য,

(স্বত্বাধিকারী, সাদিয়া এভিয়েশন,দিনাজপুর।বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক)

১৫।জনাব জর্জিস আনম, নির্বাহী সদস্য,(স্বত্বাধিকারী,জাহানারা কোল্ড স্টোরেজ ও নর্দান ইন্ডাস্ট্রিজ,দিনাজপুর, ভাইস প্রেসিডেন্ট,চেম্বার অফ কমার্স,দিনাজপুর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক)

ড্রইং স্কুল দিনাজপুর স্বীয় স্বীয় ক্ষেত্রে সু-প্রতিষ্ঠিত ও সমাজের নানাক্ষেত্রে বিভিন্ন অবদান রক্ষাকারী উপরোক্ত সমানিত ব্যক্তিবর্গ কে কার্যকরী কমিটি তে পেয়ে সন্মানিত ও গর্বিত বোধ করছে। আশা করি এই শক্তিশালী  কার্যনির্বাহী কমিটি পূর্বের ন্যয় ড্রইং স্কুল দিনাজপুরের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে ও সমাজ সেবায় বিশেষ ভূমিকা রাখবে।

It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. The point of using Lorem Ipsum is that it has a more-or-less normal distribution of letters, as opposed to using ‘Content here, content here’, making it look like readable English. It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. The point of using Lorem Ipsum is that it has a more-or-less normal distribution of letters, as opposed to using ‘Content here, content here’, making it look like readable English.