ড্রইং স্কুল দিনাজপুর এর বছরে তিনটি সেমিস্টারে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ উৎসবমূখর হয়ে ওঠে। ড্রইং স্কুল দিনাজপুর এর প্রতিষ্ঠালগ্ন থেকেই এর ব্যবস্থাপনা ও কাঠামোগত উন্নয়নে সচেষ্ট রয়েছে।এই মূল্যায়ন তারই একটি চলমান অংশ। একজন শিক্ষার্থীকে মুল্যায়নের মধ্যে দিয়েই তার পরবর্তী উন্নয়নের জন্য পরিকল্পনা নেয়া সম্ভব। তাই এটি জরুরি। এর সাথে শিশুবান্ধব আনন্দঘণ পরিবেশে পরীক্ষাভীতি দূর করার জন্যও আমাদের এই প্রচেষ
ছোট বড় সকল শিক্ষার্থীর আনন্দঘ্ণ পদচারণায় স্কুল প্রাংগণ মূখরিত হয়ে ওঠে। প্রত্যেক সচেতন অভিভাবক নির্ধারিত সময়ের পূর্বেই স্কুলে সন্তানদের নিয়ে উপস্থিত হন। আমরা ড্রইং স্কুল টিম তাদের সকল সহযোগিতা দেবার জন্য প্রস্তুত থাকি।
উল্লেখ্য যে, ড্রইং স্কুল দিনাজপুর এর নিজস্ব কারিকুলাম ও সিলেবাস অনুযায়ী প্রতি বছর চার টি সক্ষমতা ভিত্বিক গ্রূপে প্রতিটি শিক্ষার্থী কে তিনটি সেমিস্টারে মূল্যায়ন করা হয়। তিনটি সেমিস্টারে প্রাপ্ত নম্বরের সমন্বিত ফলাফলের ভিত্বিতে প্রতিটি গ্রুপ থেকে শ্রেষ্ঠ ০৫ জন করে মোট ২০ জন শিক্ষার্থী কে সন্মাননা ক্রেস্ট, ঊপহার ও সকল শিক্ষার্থী কে সার্টিফিকেট প্রদান করা সহ পরবর্তী ধাপে উন্নীত করা হয়।
এ ছাড়াও ড্রইং স্কুল দিনাজপুর এর সহকারী শিক্ষক দের নিয়মিত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।শিল্পকলা সম্পর্কিত ২৫ টি প্রশ্নের ১:৩০ ঘন্টা ব্যাপি পরীক্ষায় সবাইকে বাধ্যতামূলক এই পরীক্ষায় অংশ গ্রহণ করতে হয়।এই পরীক্ষা পদ্ধতি একটি প্রশিক্ষণ মডিউল কে অনুসরণ করে করা হয়। আমাদের উদ্দেশ্য , শিল্প সম্পর্কিত ধারণা গুলোকে আরও স্বছ ভাবে ধারন করে যেন তারা শিক্ষার্থীদের আরও মানসম্পন্ন শিক্ষা দিতে পারে। এটি আমাদের একটি চলমান প্রকৃয়া। ড্রইং স্কুল দিনাজপুর শিক্ষার মান উন্নয়নে সবসময় সচেষ্ট।
সকল শিক্ষার্থী কে প্রতি পরীক্ষায় একটি প্রাকটিকাল সিট জমা দিতে হয়। “প্রাকটিকাল শিট” এ তারা নিজেদের অভিনব ধারনার প্রকাশ করে ।অসাধারণ তাদের সকল চিন্তা ও স্বপ্ন। তাদের মূল্যায়নের মাধ্যমে আমরা কিছু সম্ভাবনাময় শিক্ষার্থী কে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুত করার পরিকল্পনা করি।পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য আমরা আরও নিবিড় ভাবে যত্ন নেই এবং পরিশ্রম করি ,যাতে করে তারা পরবর্তী পরীক্ষায় আরও ভালো করে পরবর্তী ধাপে প্রশিক্ষণের জন্য তালিকাভূক্ত হতে পারে। সকল শিক্ষার্থী ও অভিভাবকদের পূর্ণ সহযোগীতায় আমরা সকল কর্মসূচি এ যাবৎ সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরেছি।