ড্রইং স্কুল দিনাজপুর এর সন্মানিত অভিভাবক ও শিক্ষক সমন্বয়ে নিয়মিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত এই আলোচনা সভা প্রকৃত অর্থে এক মিলন মেলায় পরিনত হয়। নতুন ও পুরাতন অভিভাবক, শিক্ষক দের ড্রইং স্কুল নিয়ে অনুভূতি, অভিজ্ঞতা, মতামত , প্রত্যাশা ও আগামী পরিকল্পনা নিয়ে সবাই স্বতঃস্ফূর্ত আলোচনা করেন। সভায় “Good Parenting ” বিষয়ে আলোচনা করেন প্রফেসর জনাব খাইরুল ইসলাম চৌধুরী,জনাব ড:রেদওয়ান টিটো, জনাব সর্দার কুদরত এ খুদা ডন ও মিতা জাহান। আমন্ত্রিত অভিভাবক দের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন সোহেল,আফসানা হক, নিশাত,জেনিফার মৌন ও রেজওয়ানা আজাদ।উক্ত অনুষ্ঠানে তিন জন সহকারী শিক্ষক কে তাদের নিবেদিত সেবার জন্য সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানটির সঞ্চালন ও ড্রইং স্কুল দিনাজপুর এর ১০ বছরের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন স্কুলের নির্বাহী পরিচালক জনাব নাজমুস সাকেব রানা। অনুষ্ঠান টিকে সফল ভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য ড্রইং স্কুলের সকল নিরলস সহকর্মী, অভিভাবক ও নির্বাহী কমিটির সকল কে শুভকামনা ও কৃতজ্ঞতা জ্ঞ্যপন করেন।
Art for humanity & better future






